- Shop
 - আমলকীর মৌ
 
আমলকীর মৌ
http://159.65.136.82/shop/9840502042-10671 http://159.65.136.82/web/image/product.template/10671/image_1920?unique=b656810
| Language: Bangla | 
Tags :
Book Info
সমাজে যে দ্বৈত মানদন্ডে নারীর মূল্যায়ন হয় তার দৃপ্ত প্রতিবাদ - ‘সারা’।জীবনে প্রবঞ্চিত, প্রতারিত হয়ে সালেহারা আত্মহননের পথ বেছে নেয়, সাকিনারা নির্যাতিতা, নিপীড়িতা হয়ে ধুঁকে ধুঁকে মরে; কিন্তু সারা জীবনের বঞ্চনাকে দু’পায়ে দলে মাথা তুলে দাঁড়ায়, সংগ্রামে হয় ঋজু। আত্মপ্রত্যয়ে হয় অনমনীয়, প্রতিবাদে হয় প্রখর, মমতায় হয় মহীয়সী। সে সুন্দরী, শিক্ষিতা, সাহসী। স্বাধীন অস্মিতা ও দুর্বার মনোবল নিয়ে সে সমাজের বাধার প্রাচীর ভেঙ্গে দেয়ার সংগ্রামে ব্রতী হয়। জীবনের পাঠ নিয়ে সে এগিয়ে যায়, কেননা সে জানে কোন প্রতিকূলতায় জীবনের বহমান স্রোত থেমে থাকে না। নিরবধি গতিই তার পরিণতি। সমাজে নির্যাতিত, অবহেলিত, প্রতারিত হাজার নারীকে মাথা তুলে দাঁড়াবার মন্ত্রে দীক্ষিত করতে যে একজন নারীর প্রয়োজন - সারা তারই প্রতিভূ। তার তিক্ত কষায়, অম্ল মধুর জীবনেরই আলেখ্য - আমলকির মৌ।
দিলারা হাশেম
দিলারা হাশেম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৬ সালে ইংরেজী সাহিত্যে বি. এ. অনার্স ও ১৯৫৭ সালে এম. এ. সম্পন্ন করার আগে থেকেই বিভিন্ন পত্র-পত্রিকায় ছোট গল্প লেখার মধ্য দিয়ে সাহিত্য জীবন শুরু করেন। ১৯৬৫ সালে প্রকাশিত ঘর মন জানালা তাঁর প্রথম উপন্যাস যা পাঠক ও সমালোচক মহলে বিপুল সমাদর পায়। পরবর্তীতে এই গ্রন্থটি রুশ ও চীনা ভাষায় অনূদিত হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় উপন্যাস হিসেবে ঘর মন জানালা ১৯৭৩ সালে চলচ্চিত্র হয়েও মুক্তি পায়। তাঁর ষোলটি প্রকাশিত গ্রন্থের মধ্যে আমলকির মৌ, স্তব্ধতার কানে কানে, একদা এবং অনন্ত ও কাকতালীয় উল্লেখযোগ্য। উপন্যাসের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে ১৯৭৬ সালে তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারে ভূষিত হন। ১৯৭২ সাল থেকে আমেরিকার ওয়াশিংটনে প্রবাসী লেখিকা বাংলা ভাষার প্রতি তাঁর শেকড়ের টান অক্ষুন্ন রেখে নিরবচ্ছিন্নভাবে বাংলা সাহিত্য চর্চ্চা