- Shop
 - খোঁয়ারি
 
খোঁয়ারি
http://159.65.136.82/shop/9789848815564-8572 http://159.65.136.82/web/image/product.template/8572/image_1920?unique=f085193
| Language: Bangla | 
Tags :
Book Info
আখতারুজ্জামান ইলিয়াসের দ্বিতীয় গল্পগ্রন্থ খোঁয়ারি। ১৯৮২ সালে এই গ্রন্থ প্রকাশের পর তিনি বাংলাদেশের প্রথম সারির অগ্রগণ্য কথাসাহিত্যিক হিসেবে স্বীকৃতি পেতে শুরু করেন। এই গ্রন্থভুক্ত চারটি গল্পে ইলিয়াস সময়ের ভেতরে থেকেও সময়কে অতিক্রম করা চিরকালের কিছু প্রসঙ্গ টেনে এনেছেন—নৈসঃঙ্গ, যৌনতা, বার্ধক্য, মৃত্যু। তাঁর নিজস্ব সময় এই গল্পগুলোতে যথার্থ রুক্ষ শুকনো ভাষায় জীবন্ত-স্থির হয়ে পরিণত হয়েছে বাংলা ভাষার চিরায়ত সম্পদে।
আখতারুজ্জামান ইলিয়াস
আখতারুজ্জামান ইলিয়াস । জন্ম ১২ ফেব্রুয়ারি, ১৯৪৩ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে বি.এ. অনার্স (১৯৬৩) ও এম.এ. (১৯৬৪) ডিগ্রি লাভ করেন। অধ্যাপনা পেশায় নিয়োজিত ছিলেন। সমাজ, ঐতিহ্য ও ইতিহাস-সচেতন এই লেখক অনাহার, অভাব, দারিদ্র ও শোষণের শিকার হয়ে যারা মানবেতর জীবনযাপন করে, সে-সকল অবহেলিত মানুষের বাস্তব জীবন-চিত্র নিঁখুতভাবে তুলে ধরেছেন তাঁর গল্প ও উপন্যাসে। সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ঘাতকব্যাধি ক্যান্সারে ১৯৯৭ সালের ৪ জানুয়ারি তিনি মারা যান। ইউপিএল থেকে প্রকাশিত তাঁর গ্রন্থ: অন্য ঘরে অন্য স্বর, চিলেকোঠার সেপাই, খোঁয়ারি।