- Shop
 - কথা ও স্মৃতি
 
কথা ও স্মৃতি
http://159.65.136.82/shop/9789845063357-11665 http://159.65.136.82/web/image/product.template/11665/image_1920?unique=b656810
| Language: Bangla | 
Tags :
Book Info
ফেরদৌসী রহমান তাঁর শৈশব ও কৈশোরকাল কাটিয়েছেন বাংলার নদীমাতৃক সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যের আবরণে, পরিবারের সাথে চল্লিশ বছর পাকিস্তান, আমেরিকা, মালয়েশিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও কুয়েতে বাস করেছেন, ভ্রমণ করেছেন পঞ্চাশটিরও বেশি রাষ্ট্র। স্বদেশে ও প্রবাসে তাঁর কর্মতৎপর জীবনের নানান অনুভূতিই তিনি রোমন্থন করেছেন কথা ও স্মৃতি নামের দুই মলাটে আবদ্ধ এই লেখাগুলোতে। ফেরদৌসী রহমান আজীবন সমাজসেবায় যুক্ত ছিলেন, যখনই সুযোগ পেয়েছেন আত্মনিয়োগ করেছেন দুঃখী মানুষের সেবায়, আর্থিক অনুদান ও সহযোগিতার পাশাপাশি নানান সংগঠনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন। জীবনের পথ চলতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন আপনজন হারানোর বেদনা, রাজনৈতিক অস্থিরতা, দেশের অরাজকতা, ও দরিদ্রদের হতাশা। প্রবাস জীবনে প্রত্যক্ষ করেছেন সাদ্দাম হোসেনের কুয়েত দখল ও পরবর্তী ঘটনাবলি, এছাড়াও মালয়েশিয়াসহ নানান বিদেশ-বিভুঁইয়ে ঘনিষ্ঠভাবে দেখেছেন প্রবাসের বিচিত্র সাংস্কৃতিক ও সামাজিক জীবন। সমাজসেবা ও সাংস্কৃতিক তৎপরতার সূত্রেও পরিচয় ঘটেছে বিচিত্রসব মানুষের সাথে, তাদের মাঝে কেউবা বিদগ্ধজন, কেউবা সাধারণ গৃহকর্মী। এইসব অভিজ্ঞতার নির্যাস মিলবে কথা ও স্মৃতি নামের এই স্মৃতিচারণে। এখানে তিনি লিখেছেন প্রবীণ নারীদের সংগঠন হেমন্তিকার নানান আনন্দ অনুষ্ঠানের বিবরণ, প্রসঙ্গক্রমে এসেছে হেমন্তিকার প্রতিষ্ঠাতা প্রফেসর আখতার ইমাম-এর অবদানের কাহিনি, আরও এসেছে সেকাল এবং একালের উৎসব উদযাপনের ভিন্নতা, লিখেছেন নানান সামাজিক বাস্তবতায় সাধারণ মানুষের সুখ হারিয়ে যাওয়ার কথা। বলেছেন হেমন্তিকার নিজস্ব ভবনের জন্য তাঁর অক্লান্ত পরিশ্রমের কথা। নারীদের প্রতি সমাজের বৈষম্যমূলক নিষ্ঠুর আচরণ এবং প্রবীণদের অবহেলিত ও কষ্টকর জীবন সম্পর্কেও লিখেছেন, নানান সামাজিক সমস্যার সমাধান সম্পর্কে তিনি তাঁর মতামত ব্যক্ত করেছেন। কথা ও স্মৃতি গ্রন্থে সংকলিত হয়েছে বিভিন্ন সময়ে লেখা তাঁর কিছু কবিতাও। কয়েক দশকের পরিবর্তনশীল একটি সমাজের চিত্র তাঁর বর্ণনায় মিলবে, মিলবে ফেরদৌসী রহমানের বিশাল মনেরও একটা প্রতিচ্ছবি।
ফেরদৌসী রহমান
ফেরদৌসী রহমান (১৯৩৭-২০১৮) জন্ম বরিশাল জেলার সুটিয়াকাঠী গ্রামে একটি শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ফেরদৌসী রহমান ‘ইনার হুইল ক্লাব' গুলশান শাখার প্রেসিডেন্ট, ‘হেমন্তিকা’র ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি, এবং ‘ডা. কে. এম. মাকসুদুর রহমান ট্রাস্ট’-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রোজভ্যাল রোটারী ক্লাব গুলশান, গুলশান লেডিস ক্লাব, প্রবীণ হিতৈষী সংঘ ও গুলশান সোসাইটির আজীবন সদস্য ছিলেন। সমাজসেবা, দান, বই পড়া, লেখালেখি, বৃক্ষ পরিচর্যা, ভ্রমণ, রান্না, আপ্যায়ন, সেলাই ইত্যাদি ছিল তাঁর বহুবিধ শখের মাঝে কয়েকটি মাত্র। প্রয়াত ফেরদৌসী রহমানের স্বামী ডা. কে. এম. মাকসুদুর রহমান, পুত্র অ্যাডভোকেট আলতাফুর রহমান ও কন্যা ড. রুবা রহমান। কথা ও স্মৃতি ফেরদৌসী রহমানের একমাত্র প্রকাশিত গ্রন্থ।