অন্য ঘরে অন্য স্বর
http://159.65.136.82/shop/9789845063111-8571 http://159.65.136.82/web/image/product.template/8571/image_1920?unique=3d813f3
| Language: Bangla |
Tags :
Book Info
অন্য ঘরে অন্য স্বর তীরের মতো ঋজু, ধানীলংকার মতো বদমেজাজী এবং পরনারীর মতো আকর্ষণীয়। এই বইয়ের গদ্য শুকনো, খটখটে প্রায় সবটাই ডাঙ্গা, ডাঙ্গার উপরে কচি নরম সবুজ গাছপালা জন্মেছে এমনও মনে হয় না। কোথাও একটু দয়া নেই, জল দাড়ায় না—বাস্তব ঠিক যেমনটি, তেমনি আঁকা, ক্যামেরাও এর চেয়ে নিঁখুত ছবি তুলতে পারে না। শ্মশানের মরা পুড়িয়ে চণ্ডালের যে অবস্থা ইলিয়াসেরও তাই। সবক'টি চশমা খুলে বসে আছে অথচ আমাদের সাহিত্যে চশমার তো অন্ত নেই—কোঁৎ কোঁৎ আবেগের চশমা, ধর্মের সম্প্রদায়ের রঙিন চশমা কত আছে। ইলিয়াসের খোলা চোখের দৃষ্টি সমকালীনতার মূলটুকু দেখে নেয়, দাঁত নখ সবই বাজপাখির মতো তড়িঘড়ি ও সোজাসুজি, আর সেইটুকুই তিনি লিখতে বসে যান। এই জন্যেই তাঁর লেখায় হাবাগঙ্গারামদের প্রেম নেই। দাম্পত্য জীবন, প্রেম প্রীতি, পিতৃভক্তি, বাৎসল্য ইত্যাদির উপরে তিনি যেন বাজ ফেলেছেন।
আখতারুজ্জামান ইলিয়াস
আখতারুজ্জামান ইলিয়াস । জন্ম ১২ ফেব্রুয়ারি, ১৯৪৩ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে বি.এ. অনার্স (১৯৬৩) ও এম.এ. (১৯৬৪) ডিগ্রি লাভ করেন। অধ্যাপনা পেশায় নিয়োজিত ছিলেন। সমাজ, ঐতিহ্য ও ইতিহাস-সচেতন এই লেখক অনাহার, অভাব, দারিদ্র ও শোষণের শিকার হয়ে যারা মানবেতর জীবনযাপন করে, সে-সকল অবহেলিত মানুষের বাস্তব জীবন-চিত্র নিঁখুতভাবে তুলে ধরেছেন তাঁর গল্প ও উপন্যাসে। সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ঘাতকব্যাধি ক্যান্সারে ১৯৯৭ সালের ৪ জানুয়ারি তিনি মারা যান। ইউপিএল থেকে প্রকাশিত তাঁর গ্রন্থ: অন্য ঘরে অন্য স্বর, চিলেকোঠার সেপাই, খোঁয়ারি।